ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

১০ম রাউন্ড শেষে শীর্ষে তিন দাবাড়ু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
১০ম রাউন্ড শেষে শীর্ষে তিন দাবাড়ু ছবি: সংগৃহীত

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সাইফ পাওয়ারটেক ৪৩তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৭ এর দশম রাউন্ডের খেলা শেষে ৩ জন খেলোয়াড় আট পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছেন।

এরা হলেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও এসএম স্মরন।

সাড়ে সাত পয়েন্ট নিয়ে ৮ জন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন।

এরা হলেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার তৈয়বুর রহমান, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, বাংলাদেশ নৌবাহিনী ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও শরীফ হোসেন, ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ও ময়মনসিংহের সুব্রত বিশ্বাস। এছাড়া, সাত পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ৫জন খেলোয়াড়। এরা হলেন জনতা ব্যাংকের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ও ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ, ময়মনসিংহের গোলাম মোস্তফা ভূঁইয়া, আব্দুল মোমিন ও যোয়ার হক প্রধান।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা কক্ষে দশম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। দশম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মিনহাজ ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষকে, স্মরন ফিদে মাস্টার মাহফুজকে, আন্তর্জাতিক মাস্টার শাকিল শওকত হোসেন পল্লবকে, ফিদে মাস্টার তৈয়ব ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে, ফিদে মাস্টার ফাহাদ আবজিদ রহমানকে, সুব্রত ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়ামকে, আন্তর্জাতিক মহিলা মাস্টার লিজা দেলোয়ার হোসেনকে, মোস্তফা আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে, মোমিন নারায়ণগঞ্জের হাবিবুর রহমান সোহেলকে, যোয়ার স্বাধীন সরকারকে ও ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ মতিউর রহমান মামুনকে পরাজিত করেন।

ফিদে মাস্টার নাসির শরীফের সাথে, ফিদে মাস্টার পরাগ ফিদে মাস্টার আমিনের সাথে ও সিলেটের মিহির লাল দাস ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন রবীনের সাথে ড্র করেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।