ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাতীয় মার্শাল আর্টে এজাক্স এসসি চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
জাতীয় মার্শাল আর্টে এজাক্স এসসি চ্যাম্পিয়ন ছবি: সংগৃহীত

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় গত বুধবার থেকে শুরু হয় ‘ওয়ালটন জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা-২০১৭’। চারদিন ব্যাপী এই প্রতিযোগিতা শনিবার (২৫ নভেম্বর) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। তার আগে আজ শুক্রবার কয়েকটি ওজন শ্রেণির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কারাতে ডিসিপ্লিনে চ্যাম্পিয়ন হয়েছে এজাক্স এসসি। পুরুষ ও মহিলা বিভাগের বিভিন্ন ওজন শ্রেণিতে সব মিলিয়ে ১১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা।

 

শুক্রবার (২৪ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন ও চ্যাম্পিয়ন এজাক্স এসসিকে পুরস্কার তুলে দেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ্জামান মনিসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

পুরুষ কাতা বিভাগে স্বর্ণ জিতেছেন এজাক্স এসসির মীর ইফতেখার হোসেন। রৌপ্য জিতেছেন স্পোর্টস মার্শাল আর্টের নাঈম। আর ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. মনির হোসেন। মহিলা কাতায় স্বর্ণ জিতেছেন এজাক্সের হুমায়রা আক্তার অন্তরা। রৌপ্য জিতেছেন আজাক্সের জান্নাতুল ফেরদৌস। আর ব্রোঞ্চ জিতেছেন এজাক্সের নাছিমা আক্তার জুঁই।

এছাড়া পুরুষ ৫০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন আরিয়ানা একাডেমির ইব্রাহীম হাসান, রৌপ্য এজাক্সের রেজাউল করিম মাসুম, ব্রোঞ্জ জিতেছেন জ্যাকি মার্শাল আর্টের ওয়ারেস হোসেন। ৫৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন এজাক্সের মোস্তফা কামাল, রৌপ্য জিতেছেন সোতকানের মো. শাহীন এবং ব্রোঞ্জ জিতেছেন স্পোর্টস মার্শাল আর্টের সাগর কুন্দা। পুরুষ ৬০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন এজাক্সের সিয়াম, রৌপ্য জিতেছেন উপদান দো এর জুনায়েদ খান, আর ব্রোঞ্জ জিতেছেন আরিয়ান একাডেমির জনি মিয়া। ছেলেদের ৬৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন এজাক্সের কামরুজ্জামান তৌহিদ, রৌপ্য জিতেছেন স্পোর্টস মার্শাল আর্টের ওয়ালিল হাসনাত জামান, ব্রোঞ্জ জিতেছেন মার্শাল শাহাজাদার মো. কবির হোসেন।

পুরুষ অনূর্ধ্ব ৭০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন এজাক্সের মো. হোসেন খান, রৌপ্য স্পোর্টস মার্শাল আর্টের সিরাজ হোসেন এবং ব্রোঞ্জ জিতেছেন একই দলের আকরাম খান। ৭০+ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন সোতকান দো এর মৃদুল। রৌপ্য জিতেছেন স্পোর্টস মার্শাল আর্টের জহিরুল ইসলাম রাজু। আর ব্রোঞ্জ জিতেছেন ব্লাক টাইগারের কাহবিয়া শুভ।

এদিকে মেয়েদের ৪২ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন এজাক্সের শিউলী সুলতানা, রৌপ্য জিতেছেন জ্যাকি মার্শাল আর্টের আফরা সাইয়ারা সুবাহ, ব্রোঞ্জ জিতেছেন উপকান দো এর সাবরিনা আক্তার মিতু। ৪৮ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন স্পোর্টস মার্শাল আর্টের তাসলিমা আক্তার, রৌপ্য জিতেছেন সেনাবাহিনীর রুবিনা খাতুন আর ব্রোঞ্জ জিতেছেন আজাক্সের তাসনিয়া সিদ্দিকী। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন এজাক্সের জান্নাতুল ফেরদৌস সুমী, রৌপ্য জিতেছেন স্পোর্টস মার্শাল আর্টের নাটালী রায় ঐশ্বর্য আর ব্রোঞ্জ জিতেছেন উপকানের রোকেয়া। ৫৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন আজাক্সের হুমায়ারা আক্তার, রৌপ্য জিতেছেন জ্যাকি মার্শাল আর্টের সাবিকুন্নাহার সোহাগী, ব্রোঞ্জ জিতেছেন জ্যাকি মার্শাল আর্টের তাহিয়া আব্দুল্লাহ।

মহিলা অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন এজাক্সের মারজান, রৌপ্য বাংলাদেশ সেনাবাহিনীর নওশীন এবং ব্রোঞ্জ আরিয়ানার শারমিনের। আর ৬০+ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন এজাক্স এসসির রাবেয়া খাতুন, রৌপ্য জিতেছেন সোতকান দো এর জামিলা খাতুন ঝিনুক আর ব্রোঞ্জ জিতেছেন উপকান দো এর ঝর্ণা।

এবারের জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনীসহ দেশের বিভিন্ন জেলার ৫৮টি মার্শাল আর্ট ক্লাব ও সংস্থার মোট ১ হাজার ২৫০ জন খেলোয়াড় অংশ নেন। এই প্রতিযোগিতায় যারা ভালো করবে তারা ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া শেখ কামাল স্মৃতি আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। যেখানে ৩০টি দেশ অংশ নেবে। প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।