ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

‘বিশেষ’ শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
‘বিশেষ’ শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব ছবি: সংগৃহীত

জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) আয়োজনে ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ‘বিশেষ শ্রেণির শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব’।

মূলত ২৬তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে ঢাকা বিভাগের বিভিন্ন স্কুল ও সংস্থার সব ধরনের প্রতিবন্ধী ও অটিজম শিশু-কিশোররা অংশ নেবে।

১৫টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এই ক্রীড়া উৎসব। সাধারণত স্পেশাল ও প্যারা অলিম্পিকে যে ধরণের ইভেন্ট থাকে সেগুলো নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতার বিষয়ে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) মহাসচিব সেলিনা আক্তার জানান, ‘জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) পক্ষ থেকে ওয়ালটন গ্রুপকে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানাই। এ ধরণের পিছিয়ে পড়া অসহায় প্রতিবন্ধী শিশুদের জন্য এগিয়ে আসা খুবই প্রয়োজন। ’

তিনি আরো বলেন, ‘আমরা জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি (এনএএসপিডি) ২০০০ সাল থেকে সব ধরণের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি। বছরে বেশ কয়েকবার তাদের নিয়ে ক্রীড়া উৎসবের আয়োজন করি। তারই ধারাবাহিকতায় ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৪ ও ৫ ডিসেম্বর বিশেষ শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হবে। ২৬তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে ঢাকা বিভাগের বিভিন্ন স্কুল ও সংস্থার সব ধরনের প্রতিবন্ধী ও অটিজম শিশু-কিশোররা অংশ নিবে। সাধারণত স্পেশাল ও প্যারা অলিম্পিকে যে ধরণের ইভেন্ট থাকে সেগুলো নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ’

এ বিষয়ে ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান) ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির নির্বাচিত সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) জানান, ‘এর আগে আমরা ওয়ালটন পরিবার ‘সুইড’ বাংলাদেশের সঙ্গে বিশেষ শিশু-কিশোরদের জন্য কাজ করেছি। গেল কয়েক বছর ধরে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) সঙ্গে কাজ করছি। তারই ধারাবাহিকতায় এবারও তাদের সঙ্গে কাজ করতে যাচ্ছি। ওয়ালটন পরিবার সব সময় এই বিশেষ শ্রেণির শিশু-কিশোরদের নিয়ে কাজ করতে আগ্রহী। আমরা বিশ্বাস করি বাংলাদেশে অনেক প্রতিভাবান প্রতিবন্ধী শিশু-কিশোর রয়েছে। আমরা ওয়ালটন পরিবার এ ধরণের সব শিশুদের নিয়েই কাজ করতে চাই। ’

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।