ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

শার্শায় ১০ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, মে ৪, ২০২৫
শার্শায় ১০ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক ১০ স্বর্ণের বারসহ আটক শুভ ঘোষ

যশোরের সীমান্তবর্তী অঞ্চল শার্শায় ১০টি স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।  

রোববার (৪ মে) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে থেকে তাকে আটক করা হয়।

 

আটক শুভ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জনমটোপ গ্রামের শুনিল ঘোষের ছেলে বলে জানা গেছে।

যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাগআঁচড়া ইউপির সামনে থেকে চোরাকারবারি শুভকে আটক করা হয়। এ সময় তার পরনের জিন্সের প্যান্টের ডান পকেট থেকে ১০টি স্বর্ণের বার (১ কেজি ১৯৩ গ্রাম ওজন) জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।