ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

আফসার আহমেদ সিদ্দিকীর নিষ্ঠায় বিএনপি তৃণমূলে পৌঁছে গেছে: নার্গিস বেগম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, অক্টোবর ১২, ২০২৫
আফসার আহমেদ সিদ্দিকীর নিষ্ঠায় বিএনপি তৃণমূলে পৌঁছে গেছে: নার্গিস বেগম বিএনপির ভাইস চেয়ারম্যান, ভাষা সৈনিক আফসার আহমেদ সিদ্দিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম

যশোর: বিএনপির ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, অ্যাডভোকেট আফসার আহমেদ সিদ্দিকী বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। যার ফলশ্রুতিতে বিএনপি শক্তিশালী দল হিসেবে তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে।

 
  
দলের ভাইস চেয়ারম্যান, ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আফসার আহমেদ সিদ্দিকীর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন নার্গিস বেগম। রোববার (১২ অক্টোবর) প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।  

বরেণ্য এই রাজনীতিকের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির আয়োজনে রোববার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।  

অধ্যাপক নার্গিস বেগম বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অত্যন্ত সংকটময় মুহূর্তে আফসার আহমেদ সিদ্দিকী সাহসিকতার সাথে দলের দায়িত্ব পালন করেছিলেন। নিজের এবং আর্থিক উন্নতির কথা না ভেবে আজীবন রাজনীতি করেছেন তিনি।  

নার্গিস বেগম বলেন, আজকে যেখানে রাজনীতির একটি পদ রাতারাতি মানুষের চেহারা পাল্টে দেয়, সেখানে আফসার আহমেদ সিদ্দিকী ছিলেন সম্পূর্ণ ভিন্ন। তিনি রাজনীতি করেছেন দেশ ও জনগণের জন্য। সুযোগ থাকার পরও রাজনীতির মাধ্যমে কোন ব্যক্তিগত ফায়দা নেননি।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা কিমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট মো. ইসহক, অ্যাডভোকেট জাফর সাদিক এবং আব্দুস সালাম আজাদ।

সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। পরে আফসার আহমেদ সিদ্দিকীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।