ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ইসলামি নেতারা বেশি জুলুমের শিকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৪, অক্টোবর ১৩, ২০২৫
ইসলামি নেতারা বেশি জুলুমের শিকার ফাইল ফটো

বাংলাদেশ খেলাফতে মজলিশের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশকে ইসলামপন্থিদের এই ত্যাগ, কোরবানি, তাদের জুলুম এবং নির্যাতনের ইতিহাস মুছে ফেলে আবার যদি কেউ ’৭২-এর ধারায় ফিরিয়ে নেওয়ার পাঁয়তারা করে তাহলে রাজপথে মোকাবিলা করতে হবে।

 

শনিবার সন্ধ্যায় ফুলবাড়ী পৌর শহরের (ঢাকা মোড়) শাপলা চত্বরে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে এ দেশের ধর্মপ্রাণ মুসলমান বিশেষ করে ইসলামি সংগঠনের নেতা-কর্মীরা সবচেয়ে বেশি জুলুম এবং অন্যায়ের শিকার হয়েছেন। এ অন্যায় এবং অবিচারের মুখে ’২৪-এর গণ অভ্যুত্থান এবং গণবিপ্লবে ইসলামি সংগঠনগুলোর নেতা-কর্মীরা, এ দেশের ইসলামি রাষ্ট্রকামী জনতা বিপুল পরিমাণ অংশগ্রহণ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। তাদের শাহাদাতের বিনিময়ে ’২৪-এর বিপ্লব সফলতা লাভ করেছে। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় ইসলামের বাংলাদেশকে গড়ে তোলার আহ্বান জানাই। পথসভায় আল আমীন বিন আমজাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এস এম নাজিব, মুফতি নুরুল্লাহ, মুফতি আবরারুল হক আল মাদানীসহ নেতা-কর্মীরা। পথসভা শেষে তিনি বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশ করেন।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।