ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মানিকগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, জুন ১৮, ২০২৫
মানিকগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রবিজুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর একটি টিম।

বুধবার (১৮ জুন) সকালে মানিকগঞ্জ র‌্যাব-৪, সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. মাজহারুল হক বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার রবিজুল ইসলাম টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সিংদাইর এলাকার মো. আবুল হোসেনের ছেলে।

র‌্যাব- ৪ থেকে পাঠানো প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী। আসামি রবিজুল দীর্ঘদিন ধরে রাজশাহী হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন কিনে এনে মানিকগঞ্জ সদর থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। এরই ধারাবাহিকতায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবিজুল আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার হয়েছিলো। ওই মামলার সাক্ষ্য প্রমাণ এবং যুক্তিতর্ক শেষে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ ত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মানিকগঞ্জ র‌্যাব- ৪, সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. মাজহারুল হক বলেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রবিজুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।