ঢাকা, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

সারাদেশ

জোয়ারে সংযোগ সড়কে ধস, রামগতির সঙ্গে বয়ারচরের যোগাযোগ বিচ্ছিন্ন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, জুলাই ২৯, ২০২৫
জোয়ারে সংযোগ সড়কে ধস, রামগতির সঙ্গে বয়ারচরের যোগাযোগ বিচ্ছিন্ন  ধসে যাওয়া ব্রিজের সংযোগ সড়ক

টানা বৃষ্টি এবং জোয়ারের পানির তোড়ে লক্ষ্মীপুরের রামগতির বয়ারচরের মেঘনা নদীর সংযোগ খালের ওপর থাকা একটি ব্রিজের একাংশের মাটি ধসে গেছে। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে লোকজনের যাতায়াত বন্ধ হয়ে গেছে।

বন্ধ হয়ে পড়েছে যানবাহন চলাচল। দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।  

স্থানীয়রা জানায়, রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের তেগাছিয়া বাজার এলাকায় মেঘনা নদী সংলগ্ন একটি সংযোগ খালের ওপর ব্রিজটি অবস্থিত। ওই ব্রিজ দিয়ে রামগতি বাজার থেকে তেগাছিয়া বাজার, টাংকি বাজার এবং পার্শ্ববর্তী নোয়াখালীর হাতিয়া এলাকার লোকজন চলাচল করে। ফসল, মাছ ও বিভিন্ন পণ্য ওই ব্রিজের ওপর দিয়ে পরিবহন করা হয়।  

তারা জানায়, মেঘনা নদীর জোয়ারের পানি সরাসরি ওই খালে প্রবেশ করে। গত কয়েকদিন নদীতে অস্বাভাবিক উচ্চতায় জোয়ার হয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাতে খালের পানির স্রোত বেড়ে যায়। এতে ব্রিজটি পশ্চিম অংশে থাকা উইং ওয়ালের মাটি আস্তে আস্তে ধসে যায়।  

সোমবার (২৮ জুলাই) রাতে মেঘনার সৃষ্ট জোয়ারের পানি ওই খাল থেকে নামার সময় মাটিগুলো সরে যায়। এতে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে।  

স্থানীয় বাসিন্দা আজমীর হোসেন বলেন, ব্রিজের মাটি ধসে পড়ায় চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী,
রোগীসহ সব ধরনের লোকজন চরম দুর্ভোগে পড়েছে। দ্রুত মেরামতের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।  

স্থানীয় ব্যবসায়ী লোকমান হোসেন বলেন, টাংকি, বয়ারচর, ব্রিজঘাট মৎস্য অবতরণ কেন্দ্র এবং রামগতি বাজারে মাছঘাট রয়েছে। মেঘনা এবং সাগরের ইলিশসহ অনান্য প্রজাতির মাছ এ সড়ক দিয়ে পরিবহন করা হয়। কিন্তু ব্রিজের মাটি ধসে যাওয়ায় মাছবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয় লোকজনসহ মৎস্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে।  

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রামগতি উপজেলা প্রকৌশলী স্নেহাল রায় বলেন, রামগতি-বয়ারচর সড়ক ভেঙে যাওয়ার খবর পেয়ে আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, সড়কটি অন্তত গুরুত্বপূর্ণ। ওই অঞ্চলে একটি মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে। বয়ারচরের সঙ্গে রামগতির যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়ক। দ্রুত সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট বিভাগকে অবগত করা হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।