খুলনা: খুলনায় অনিক (২১) নামের এক যুবককে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর সাবরেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় অনিক সাবরেজিস্ট্রি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিটি অনিকের বাম পায়ে লাগে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সেখান থেকে পুলিশ অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলিবর্ষণকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে এখনো গুলির কারণ জানা যায়নি।
এমআরএম