ঢাকা, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

সারাদেশ

মানবপাচারের মামলায় ওমান প্রবাসীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, জুলাই ২৯, ২০২৫
মানবপাচারের মামলায় ওমান প্রবাসীর কারাদণ্ড ছবি: প্রতীকী

বরিশাল: ভালো বেতনে চাকরির প্রলোভনে বিদেশে পাচার করে নির্যাতনের দায়ে ওমান প্রবাসীর পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ওমান প্রবাসী মো. ইকবাল হোসেন হাওলাদার (৪২) বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের মনজুর রহমানের ছেলে।  

মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, একই গ্রামের বাসিন্দা সিপন খান একজন অটোচালক ছিলেন। তাকে ওমানে ভালো বেতনে চাকরির প্রলোভন দেন ইকবাল। প্রলোভনে সাড়া দিয়ে সিপন তাকে তিন লাখ টাকা দেন। পরে ২০২২ সালের ২১ ডিসেম্বর সিপনকে ওমান নেওয়া হয়। সেখানে নিয়ে তাকে ভালো চাকরি না দিয়ে একটি ঘরে আটকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরে ওমানে থাকা বাংলাদেশের কয়েক ব্যক্তির সহায়তা দেশে ফিরে আসেন তিনি। দেশে ফিরে ট্রাইব্যুনালে মামলা করেন সিপন। ট্রাইব্যুনালের নির্দেশে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার উপপরিদর্শক (এসআই) অতনু দে রনি ২০২৪ সালের ৩০ মার্চ ইকবাল ও তার ভাই এ কে এম রাসেল হোসেনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। বিচারক সাক্ষ্য গ্রহণ শেষে দেওয়া রায়ে ইকবালকে দণ্ড ও জরিমানা করেছেন। এছাড়া ইকবালের ভাই রাসেলকে খালাস দিয়েছেন।

বেঞ্চ সহকারী আরও জানান, জরিমানার টাকা আদায় করা হলে মামলার বাদী সিপন খানকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলার শুরু থেকে পলাতক ইকবালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।