ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

নেত্রকোনায় সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, আগস্ট ৩১, ২০২৫
নেত্রকোনায় সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি এলাকায় শত্রুতার জেরে এক সাবেক ইউপি সদস্যসহ দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

 

শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউপি মেম্বার দোজাহান মিয়া (৫৫) ও নূর মোহাম্মদ (২৮)। তাদের মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ছাড়া আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ জানায়, জেলা সদরের মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া শনিবার রাতে নেত্রকোনা জেলা শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেন। পরে এ ঘটনার জেরে প্রতিপক্ষ নূর মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা চালান মেম্বার দোজাহানের লোকেরা। এসময় নারীসহ চারজন আহত হয়। তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে নূর মোহাম্মদ মারা যায়।  

আহতরা হলেন- মনোয়ারা আক্তার, রফিকুল ডাক্তার ও মোফাজ্জল হোসেন, তাদের নেত্রকোনা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।