ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, সে বার্তা দিতেই প্রতিবছর দুর্গার আবির্ভাব হয়: মঈন খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, অক্টোবর ১, ২০২৫
অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, সে বার্তা দিতেই প্রতিবছর দুর্গার আবির্ভাব হয়: মঈন খান নরসিংদী শহরের সেবা সংঘে দুর্গাপূজা পরিদর্শনকালে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, এক বছর আগে বাংলাদেশে যে চিত্র ছিল, আজকে এক বছর পর বাংলাদেশে সেই চিত্র কিন্তু নেই। আমাদের সচেতন থাকতে হবে, আমরা বাংলাদেশে কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না, জুলাম-অত্যাচার, দুর্নীতিকে আমরা প্রতিহত করবো।

এই দেশে আমরা ন্যায় ও সুশিল সমাজের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র উত্তোরণ করবো।  

এদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্বভার দেবে, আমরা তাকেই স্বাগত জানাবো।  

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় নরসিংদী শহরের সেবা সংঘে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, এক বছর আগে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতা মিলে সংগ্রাম করেছিলাম। তার অর্থ এই নয়, আমাদের সংগ্রাম শেষ হয়ে গেছে। আর আমরা যদি এমনটি মনে করি তবে সেটা হবে ভুল। আসুন আমরা অন্যায়, অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকি। কেননা এগুলো বার বার ফিরে এসে আমাদের সমাজের সুশিল ও ভাল মানুষের ওপর জুলুম করে থাকে।

তিনি আরও বলেন, শুধু উৎসব করলে হবে না, শারদীয় পূজার যে মূল বার্তা তা মানতে হবে। আমাদের মনে রাখতে হবে, অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। আর সে বার্তা দেওয়ার জন্যই প্রতিবছর শারদীয় দুর্গার আবির্ভাব হয়। আজকে নরসিংদীর এই পূজা মণ্ডপে শুধু হিন্দু ভাই-বোনেরা নয়, এখানে মুসলমান ভাই বোনেরাও আনন্দের ভাগিদার হয়েছেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সেবা সংঘ মন্দিরের সভাপতি সরোজ কুমার সাহা, সাধারণ সম্পাদক অগ্নিসাহা, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি ও বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানুসহ প্রমুখ।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ