গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, আওয়ামী লীগ ব্যান হয়েছে, বর্তমানে তাদের কোনো কার্যক্রম নেই। তাই আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জে এবার আমাদের জন্য গোল্ডেন চান্স।
বুধবার (১ অক্টোবর) দুপুরে তিনি গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়ায় নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
তিনি বলেন, আমি মাঠের নেতা, সব সময় মাঠে থেকেছি। গোপালগঞ্জে আমাদের বিএনপির অনেক নেতা নিজেদের বাঘা নেতা মনে করলেও বিএনপির দুর্দিনে মাঠে থাকেনি, নেতাকর্মীদের পাশে দাঁড়ায়নি।
সিরাজুল ইসলাম সিরাজ আরও বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত গোপালগঞ্জে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে, জনগণ বিএনপিকে ভোট দেবে। বিগত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের লোক আমাকে বেশি ভোট দিয়েছে। এ কারণে আমি হিন্দু সম্প্রদায়ের ভোটারদের কাছে কৃতজ্ঞ। তাদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজায় আমি শুভেচ্ছা জানাই।
গোপালগঞ্জ-২ আসনে আমাকে মনোনয়ন দিলে আমি গোপালগঞ্জে শিল্প-কলকারখানা গড়ে তুলব। জেলার কোনো তরুণ-তরুণী বেকার থাকবে না। আমি জেলাকে মাদকমুক্ত করব, খেলাধুলার দিকে তাদের মনোনিবেশ করানোর চেষ্টা করব। জেলার সার্বিক উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করব। তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করব, যোগ করেন সিরাজ।
এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আকবর হোসেন ফরাজী (আকু), সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ফকির, বিএনপির সাবেক নেতা তরিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্লা, সদর উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিপন মোল্লা, হাতিয়াড়া ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর মোল্লা, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পিয়াল, সাবেক কাউন্সিলর কবির মুন্সী, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ খানসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে এম সিরাজুল ইসলাম সিরাজ কেন্দ্রীয় কালীবাড়ীতে দুর্গা মন্দির পরিদর্শন করেন। সেখানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসআই