ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

খাগড়াছড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: রিজিয়ন কমান্ডার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, অক্টোবর ১, ২০২৫
খাগড়াছড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: রিজিয়ন কমান্ডার

খাগড়াছড়ি: সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর আমেজে উদযাপনের জন্য প্রশাসন ও নিরাপত্তাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।  

তিনি বলেন, অবরোধ নেই।

সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। জনসাধারণ স্বাভাবিক জীবনযাত্রা করতে পারছেন। সময়মতো ১৪৪ ধারাও তুলে নেওয়ার কাজ করবে প্রশাসন। সাজেকসহ সব পর্যটন ব্যবস্থা খুলে দেওয়ায় পর্যটক আসতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।

 বুধবার (০১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের নারায়ণ মন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে রিজিয়ন কমান্ডার এসব কথা বলেন। তিনি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি জেলা সদরের খাগড়াপুর পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম এবং জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।