খাগড়াছড়ি: সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর আমেজে উদযাপনের জন্য প্রশাসন ও নিরাপত্তাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
তিনি বলেন, অবরোধ নেই।
বুধবার (০১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের নারায়ণ মন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে রিজিয়ন কমান্ডার এসব কথা বলেন। তিনি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি জেলা সদরের খাগড়াপুর পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম এবং জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এডি/আরআইএস