কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গম চর সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে বজ্রপাতে কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগমের (৩৫) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসত ঘরের ওপর বজ্রপাত হলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ আকাশ মেঘ করে শুরু হয় প্রবল বাতাস। একপর্যায়ে আকাশে বিদ্যুৎ চমকের সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম ঘরেই অবস্থান করছিলেন। পাশের ঘরেই ছিল তাদের তিন সন্তান। জাহাঙ্গীরের টিনের ঘরের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তবে সন্তানরা অক্ষত রয়েছে। নিহত দম্পতির চার সন্তানের মধ্যে এক মেয়ের বিয়ে হয়েছে।
এ বিষয়ে সাহেবের আলগা ইউনিয়ন চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, এই মুহূর্তে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। অসহায় সন্তানরা তাদের মা-বাবাকে হারিয়ে এতিম হয়ে গেল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরএ