ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

কোটালীপাড়ায় খালে ভাসছিল যুবকের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৭, অক্টোবর ২, ২০২৫
কোটালীপাড়ায় খালে ভাসছিল যুবকের লাশ প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তেঁতুলবাড়ী গ্রামে একটি খাল থেকে মানিক বিশ্বাস (৩০) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মানিক মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের ললীনি বিশ্বাসের ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, বিকেলে তেঁতুলবাড়ী গ্রামের খালে স্থানীয়রা ভাসমান অবস্থায় মানিকের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে মানিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের দুলাভাই ও কদমবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, দুর্গাপূজায় ঘোরার জন্য বুধবার (১ অক্টোবর) মানিক মোটরসাইকেলে করে খালার বাড়ি কোটালীপাড়া উপজেলার কালাবাড়ী গ্রামে যান। রাতে খালার বাড়ি থেকে নিজ বাড়ি দিঘিরপাড় গ্রামে ফেরার পথে তেঁতুলবাড়ী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যান। রাতে বাড়ি না ফেরায় এবং মোবাইলফোন বন্ধ পেয়ে খোঁজাখুঁজি করা হয়। বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে আমরা লাশ শনাক্ত করি।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।