বরিশালের বাবুগঞ্জে মোনায়েম হোসেন চৌধুরী নামের এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর গ্রামের নিজ বাড়ির একটি আম গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোনায়েম হোসেন চৌধুরী রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ভেতরে অবস্থিত ফুলকুড়ি কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক ছিলেন।
শিক্ষকের ছোট ভাই আবু সায়েম চৌধুরী বলেন, আমরা আমাদের মাথার ওপরের বটবৃক্ষ হারিয়ে ফেলেছি। বিকেল থেকে বড় ভাইকে খুঁজে পাচ্ছিলাম না। সব জায়গায় খোঁজাখুঁজি করেছি। পরে রাত ৮টার দিকে ভাইয়ের পকেটে থাকা মোবাইল ফোনের রিংটোন শুনে ভাগিনা সান ও মুন তাকে খুঁজে পায়। পরে খবর পেয়ে থানা পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় আমগাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, ভাই বেশ কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন। অস্বাভাবিক আচরণ করতেন। আমরা তাকে চিকিৎসকের কাছে নিয়েছিলাম। বেশ কিছুদিন ধরে অজ্ঞাত নম্বর থেকে ফোনে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। ওইসব ফোন পেলেই তিনি আতঙ্কিত হয়ে পড়তেন। দু’দিন আগে কোনো এনজিওকর্মী পরিচয়ে দুজন অপরিচিত লোকও তাকে খুঁজতে বাড়িতে এসেছিল।
এয়ারপোর্ট থানার ওসি মামুন উল ইসলাম বলেন, শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে সুরতহালের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএস/এমজে