নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, এ পূজায় আমরা যে বন্ধন যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখেছি এটিই বাংলাদেশ। আমরা এ ঐতিহ্যকে ধারণ করেছি এটি বিশ্ববাসীকে দেখাতে চাই।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে শহরের পাঁচ নং ঘাট এলাকায় প্রতিমা বিসর্জনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
তিনি বলেন, মন্ত্রণালয় থেকে টাইম ফ্রেম দেওয়া আছে। আমরাও চাই সাতটার মধ্যে প্রতিমাগুলো বিসর্জন হয়ে যাক। আমাদের এমন পরিকল্পনা রয়েছে। যারা প্রতিমা বিসর্জন করবেন তারা যেন নির্দিষ্ট সময়ে আসেন সেজন্য আমরা মণ্ডপ কমিটির নেতাদের কাছে আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমি সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দরভাবে পূজা হচ্ছে। আমরা প্রতিটি উপজেলায় মণ্ডপ পরিদর্শন করেছি। আমরা চাই সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে পূজাটা উদযাপন করতে।
তিনি বলেন, কিছুক্ষণের মধ্যেই প্রতিমাগুলো আসবে। এ বিষয়ে আমাদের কাছে হিন্দু ধর্মাবলম্বীরা দাবি করেছিল ঘাটের জন্য। আজ আপনারা দেখছেন নতুন ঘাটে তারা প্রতিমা বিসর্জন করবে। ঘাটটি এখন অনেক বড় করা হয়েছে।
এমআরপি/জেএইচ