ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

‘পূজায় যে সম্প্রীতি দেখেছি, এটিই বাংলাদেশ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, অক্টোবর ২, ২০২৫
‘পূজায় যে সম্প্রীতি দেখেছি, এটিই বাংলাদেশ’ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, এ পূজায় আমরা যে বন্ধন যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখেছি এটিই বাংলাদেশ। আমরা এ ঐতিহ্যকে ধারণ করেছি এটি বিশ্ববাসীকে দেখাতে চাই।

আমাদের বাকি কাজটিও সুন্দরভাবে হবে এটিই কামনা করছি। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে শহরের পাঁচ নং ঘাট এলাকায় প্রতিমা বিসর্জনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

তিনি বলেন, মন্ত্রণালয় থেকে টাইম ফ্রেম দেওয়া আছে। আমরাও চাই সাতটার মধ্যে প্রতিমাগুলো বিসর্জন হয়ে যাক। আমাদের এমন পরিকল্পনা রয়েছে। যারা প্রতিমা বিসর্জন করবেন তারা যেন নির্দিষ্ট সময়ে আসেন সেজন্য আমরা মণ্ডপ কমিটির নেতাদের কাছে আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমি সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দরভাবে পূজা হচ্ছে। আমরা প্রতিটি উপজেলায় মণ্ডপ পরিদর্শন করেছি। আমরা চাই সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে পূজাটা উদযাপন করতে।

তিনি বলেন, কিছুক্ষণের মধ্যেই প্রতিমাগুলো আসবে। এ বিষয়ে আমাদের কাছে হিন্দু ধর্মাবলম্বীরা দাবি করেছিল ঘাটের জন্য। আজ আপনারা দেখছেন নতুন ঘাটে তারা প্রতিমা বিসর্জন করবে। ঘাটটি এখন অনেক বড় করা হয়েছে।

এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।