ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

রংপুরে সাংবাদিক অপহরণ-হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, অক্টোবর ২, ২০২৫
রংপুরে সাংবাদিক অপহরণ-হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার গ্রেপ্তার এনায়েত আলী রকি

সংবাদ প্রকাশের জেরে রংপুরে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি এনায়েত আলী রকিকে (৩৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এর আগে বুধবার (১ অক্টোবর) রাতে ঢাকার যাত্রাবাড়ীর রায় সাহেব বাজার এলাকা থেকে র‌্যাব-১০ এর সহযোগিতায় মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ রকিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রকি রংপুর নগরীর সিঙ্গারের গলি, জাহাজ কোম্পানির মোড় এলাকার হায়দার আলীর ছেলে।

ভুক্তভোগী সাংবাদিক লিয়াকত আলী বাদল রংপুরের সিনিয়র সাংবাদিক একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের ব্যুরো প্রধান।  

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।  

তিনি জানান, সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছিলেন রকি। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। পরে রংপুরে এনে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২১ সেপ্টেম্বর সংবাদ প্রকাশের জেরে রকি নামে ওই যুবকের নেতৃত্বে লিয়াকত আলী বাদলকে কাচারী বাজার থেকে অপহরণ করে রংপুর সিটি করপোরেশনে (রসিক) নেওয়া হয় এবং সেখানে তাকে নির্যাতন করা হয়। নতুন ভবনের দোতলায় প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নিউজের জন্য ক্ষমা চাইতে বাধ্য করারও চেষ্টা করা হয়। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে সিটি করপোরেশনের একদল কর্মকর্তা-কর্মচারী প্রধান ফটক আটকে সাংবাদিকদের ওপর হামলা চালায় এবং হেনস্তা করে।

এ ঘটনায় সাংবাদিক বাদল রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, সাবেক কাউন্সিলর লিটন পারভেজ, সহকারী রাজস্ব কর্মকর্তা তম্ময় কুমার সরকারসহ ১৪ জনকে আসামি করে মামলা করেন।

পরে পুলিশ রতন ও সাগর নামে দুই আসামিকে গ্রেপ্তার করে। এর মধ্যে রতন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে প্রধান নির্বাহী কর্মকর্তাসহ চারজনকে বদলি করা হলেও তাদের বিরুদ্ধে বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সিটি করপোরেশনের অন্য অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। বরং তারা সরকারি চাকরি বিধিমালা ভেঙে নাগরিকসেবা বন্ধ ও হুমকি দিলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

গত ১৭ সেপ্টেম্বর লিয়াকত আলী বাদল দৈনিক সংবাদের জন্য ‘রংপুরে জুলাই যোদ্ধার নামে অটোর লাইসেন্স, ৫ কোটি টাকার বাণিজ্যের পাঁয়তারা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।