ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

‘শিক্ষকদের ৫০০ টাকা বাড়ি ভাড়া নির্ধারণ নিছক তামাশা’

ডিস্ট্রিক্ট করেসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, অক্টোবর ৭, ২০২৫
‘শিক্ষকদের ৫০০ টাকা বাড়ি ভাড়া নির্ধারণ নিছক তামাশা’

মেহেরপুর: বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের পাঁচশ’ টাকা বাড়ি ভাড়ার প্রজ্ঞাপনকে ন্যাক্কারজনক আখ্যায়িত করে তা বাতিলের দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৭ অক্টোবর) বেলা ১১টায় গাংনী উপজেলা প্রেসক্লাবের সামনে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ ফেডারেশন উপজেলা শাখা।

সংগঠনের উপজেলা সভাপতি ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষক পরিষদের উপজেলা সভাপতি মোমিনুজ্জামান, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খান, পৌর সভাপতি আজিজুল হক, বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাজ্জাদুল আলম স্বপন, গাংনী সিনিয়র আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল শফিকুল ইসলাম এবং হোগলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম।

বক্তারা বলেন, সরকারি ও বেসকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সমান লেখাপড়া করালেও সরকারি শিক্ষকরা নানা সুবিধা ভোগ করেন। তাদের সাথে আমাদের সকল কিছুর বিরাট বৈষম্য রয়েছে।  

তারা বলেন, সরকার বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া পাঁচশ’ টাকা ধার্য্য করে যে প্রজ্ঞাপন জারি করেছে তা নিছক এক তামাশা।  

অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করে ন্যুনতম কুড়ি হাজার টাকা বাড়ি ভাড়া নির্ধারণের দাবি জানান বক্তারা। তা না হলে বেসরকারি কলেজ ও বিদ্যালয়ের শিক্ষকরা অধিকার আদায়ে মাঠে নামবে বলে হুশিয়ারি দেন।

এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।