ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

হেলিকপ্টারে এসে প্রার্থিতা ঘোষণা ইসলামী ফ্রন্ট নেতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, অক্টোবর ৭, ২০২৫
হেলিকপ্টারে এসে প্রার্থিতা ঘোষণা ইসলামী ফ্রন্ট নেতার হেলিকপ্টারে এসে প্রার্থিতা ঘোষণা ইসলামী ফ্রন্ট নেতা মোশাররফ হোসেনের

হেলিকপ্টারযোগে এসে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা ও প্রবাসী মো. মোশাররফ হোসেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে।

ধুলো ঝড়ে পড়া মাত্রই নেমে আসেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান এম এ মতিন, মহাসচিব স উ ম আবদুস সামাদ এবং দলটির মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মো. মোশাররফ হোসেন।  

প্রার্থী মোশাররফ হোসেন জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে দেশের প্রতি গভীর মায়া অনুভব করেছেন। সেই টান থেকেই জনগণের কল্যাণে কাজ করতে চান।

এ সময় দলটির চেয়ারম্যান এম এ মতিন বলেন, ২৪-এর আন্দোলনের পর বৈষম্য দূর হওয়ার পরিবর্তে বর্তমান সরকারের আমলে তা আরও প্রকট হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সবসময় বৈষম্যের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, ইসলামী ফ্রন্ট প্রতিহিংসার রাজনীতি করে না। প্রতিহিংসাই সমাজে অরাজকতার মূল কারণ। ইসলামী ফ্রন্ট সব অরাজকতার স্থায়ী দাফন করে দেশে শান্তি প্রতিষ্ঠা করবে -ইনশাআল্লাহ।

এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।