ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৌর এলাকার মীরাকান্দা গ্রামে চুরির অভিযোগে তিন যুবকের মাথার চুল কেটে দিয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় গ্রামবাসী।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে স্থানীয়রা ওই তিন যুবককে ধরে এনে এ ঘটনা ঘটায়।
জানা যায়, গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে মীরাকান্দা গ্রামের সৌদি আরব প্রবাসী জুয়েল মাতুব্বরের বাড়িতে পাঁচ-সাতজন যুবক কৌশলে প্রবেশ করে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কেচি ধরে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইলফোন লুটে নেয়।
পরদিন (৪ অক্টোবর) জুয়েলের ছোট ভাই রুবেল মাতুব্বর থানায় লিখিত অভিযোগ করেন। এরপর নিজেরাই অভিযুক্তদের খুঁজতে নামেন। সোমবার (৬ অক্টোবর) রাতে গাংজগদিয়া গ্রাম থেকে সন্দেহভাজন বরকতকে ধরে ফেলে তারা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শলিথা গ্রামের এনামুল ও ফুলসুতি গ্রামের আকাশকে আটক করে নিয়ে আসেন। পরে সকালে গ্রামবাসী তাদের মাথার চুল কেটে শাস্তি দেয়।
অভিযোগ রয়েছে, এই যুবকরা মাদকাসক্ত এবং এর আগেও চুরির সঙ্গে জড়িত ছিল। গ্রামবাসীর কাছে তারা নিজেদের অপরাধের কথা স্বীকারও করে।
প্রবাসীর স্ত্রী তামান্না বেগম জানান, চুরির রাতে ঘুম ভেঙে গেলে তিনি চোরদের দেখতে পান। তখন তারা শিশুসন্তানকে হত্যার হুমকি দিয়ে ঘরে থাকা স্বর্ণ, রুপা, নগদ টাকা ও মোবাইলফোন নিয়ে যায়। সন্তানের ভয়েই তিনি চিৎকার করতে পারেননি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বিষয়টি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এসআরএস