ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, অক্টোবর ৭, ২০২৫
নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

যশোর: যশোরের পৃথক স্থানে নানাবাড়িতে বেড়াতে গিয়ে আপন খালাতো ভাইসহ পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।  
মঙ্গলবার (০৭ অক্টোবর) সকালে যশোর সদর উপজেলার লাউখালিতে মোহাম্মদ মুজাহিদ (৭) ও আপন হোসেন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়।

তারা সম্পর্কে খালাতো ভাই।

একইদিনে সদও উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়ায় তাওহীদ হাসান (৫) নামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে।  

নিহত মুজাহিদের খালু মফিজুর রহমান জানিয়েছেন, মুজাহিদ ও আপন সাতমাইলে তাদের নানাবাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে খেলার সময় অসাবধানতাবশত দুজনই পানিতে পড়ে ডুবে যায়।  

পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মুজাহিদ যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে এবং আপনের বাবার নাম মোহাম্মদ জীবন, তাদের বাড়ি রসুলপুর গ্রামে।
 
অন্যদিকে, সকালে নানাবাড়ি ইসলামপুরে পুকুরে পড়ে মারা যায় তাওহীদ হাসান। নিহতের বাবার নাম মোহাম্মদ বিপুল। তার বাড়ি যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামের কাঁঠালতলায়। কিন্তু তারা থাকতেন শ^শুর তরফ আলীর বাড়ির পাশের গ্রাম ইসলামপুরে।

নিহতের নানা তরফ আলী জানিয়েছেন, সকালে সবার অজান্তে তাওহীদ হাসান খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। শিশু তাওহীদ হাসানের মৃত্যুতে তার বাব-মা পাগলপ্রায়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাকিরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে দুটি শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মুজাহিদকে মৃত ঘোষণা করা হয়।  

শিশু আপনকে জরুরি বিভাগে ব্যবস্থাপত্র দেওয়ার সময় তার মৃত্যু হয়। দুইজনই পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানিয়েছেন, পৃথক দুটি স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে দুইজন সম্পর্কে খালাতো ভাই।

দুটি শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়নি।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।