চারটি দলের অংশগ্রহণে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলছে ওয়ালটন ডেভেলপমেন্ট কাপ নারী হকি টুর্নামেন্ট-২০২২। আজ বুধবার বিকেলে তৃতীয় দিনের খেলায় মুখোমুখি হয় বাহফে লাল দল ও বাহফে হলুদ দল।
লাল দলের হয়ে নাদিরা ম্যাচের ১৯ ও ৩১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুটি ও ৫৩ মিনিটে কনা আক্তার একটি ফিল্ড গোল করেন। হলুদ দলের আইরিন আক্তার রিয়া ম্যাচের শুরুতেই পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে নিয়ে গিয়েছিলেন দলকে।
আগামীকাল বিকেল সাড়ে তিনটায় বাহফে নীল দল মুখোমুখি হবে বাহফে সবুজ দলের।
বাছাইকৃত নারী খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে আটদিন ব্যাপী এই টুর্নামেন্ট ১৯ সেপ্টেম্বর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। শীর্ষে থাকা দুইটি দল ফাইনাল খেলবে।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এছাড়া চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এআর/আরইউ