টেনিসকে বিদায় বলতে যাচ্ছেন রজার ফেদেরার। ২৪ বছরের ক্যারিয়ার, ২০ টা গ্র্যান্ডস্ল্যামের মালিক এই কিংবদন্তির বিদায়ে শোকে ডুবে আছে টেনিস বিশ্ব।
তার বিদায়ের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেছেন, ‘তুমি জিনিয়াস। টেনিস ইতিহাসে অনন্য একজন। আর যে কোনো ক্রীড়াবিদের জন্য তুমি একটা উদাহরণ। নতুন জীবনের জন্য শুভকামনা রইল, টেনিস কোর্টে তুমি আমাদের উপভোগের উপলক্ষ এনে দিয়েছো, বিষয়টা মিস করব, রজার ফেদেরার!’
টেন্ডুলকার লিখেছেন, ‘অসম্ভব সুন্দর একটি ক্যারিয়ার ছিল তোমার, কিংবদন্তি রজার ফেদরার। তোমার টেনিসের ব্র্যান্ডের প্রেমে পড়ে গিয়েছি কবে, তা মনে নেই। এরপর থেকে তোমার খেলা দেখা ছিল একটা নেশার মতো। এই নেশা কেড়ে নেওয়া যায় না, কারণ সেটা যে আমাদের মধ্যেই থাকে! সব সুখ স্মৃতির জন্য তোমাকে ধন্যবাদ। ’
বাদ যাননি টেনিসে ফেদারারের প্রতিদ্বন্দ্বী ও বন্ধু রাফায়েল নাদাল। তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধু রজার, আমার বন্ধু, আবার শত্রুও! তোমার জীবনে এমন দিন আসবে, আমি কখনো ভাবিনি। আজকের দিনটা ব্যক্তিগতভাবে আমার কাছে দুঃখের এক দিন। আমি নিশ্চিত সারা বিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষ আজ চোখের জল ফেলছে। কত স্মৃতি তোমার সঙ্গে কাটিয়েছি কোর্টের ভেতরে এবং বাইরে। আমার কান্না পাচ্ছে এখন। ’
‘ভবিষ্যতে আমাদের একসাথে ভাগ করে নেওয়ার আরও অনেক মুহূর্ত থাকবে, একসাথে অনেক কিছু করার বাকি আছে, আমরা জানি। আপাতত, আমি সত্যিই তোমার স্ত্রী-সন্তানদের ও তোমার সমস্ত সুখ কামনা করি এবং সামনে যা আছে তা উপভোগ করো। লন্ডনে দেখা হবে। ’
বাংলাদেশ সময় : ১১০১, সেপ্টেম্বর ১৬, ২০২২
এমএইচবি