ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

১৫৭ অসচ্ছল খেলোয়াড়কে ২৭ লাখ টাকা সহায়তা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
১৫৭ অসচ্ছল খেলোয়াড়কে ২৭ লাখ টাকা সহায়তা 

নড়াইল: নড়াইলে ১৫৭ অসচ্ছল খেলোয়াড়কে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ২৭ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।  

এর মধ্যে গুরুতর অসুস্থ চার খেলোয়াড়কে ২ লাখ টাকা করে এবং বাকি ১৫৩ জনকে মোট ২৩ লাখ টাকা দেওয়া হয়েছে।

 

নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেকগুলো দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব আশিকুর রহমান মিকু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইল জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মন্নু, ফুটবল কোচ ও সাংবাদিক কার্ত্তিক দাস, লোহাগড়া উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়াতুজ্জামান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কর্মকর্তা মো. লতিফুর সরকার প্রমুখ।  

টেবিল টেনিস, অ্যাথলেটিকস, ক্রিকেট, বক্সিং, হ্যান্ডবল খেলার সঙ্গে জড়িত অসচ্ছল খেলোয়াড় ও সংগঠকদের এসব অনুদান দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।