রাঙামাটি: এবার সাফজয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমা ঘর পাচ্ছেন।
প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পর জেলা প্রশাসন ঘর তৈরির প্রস্তুতি নিচ্ছেন।
এ ব্যাপারে উদ্যাগ নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সাফজয়ী গোলকিপার রূপনা চাকমার ঘর তৈরি করে দেওয়ার জন্য বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে দ্রুত সময়ের মধ্যে ঘর তৈরির জন্য নানিয়ারচর উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
বুধবার বিকেলে এলজিইডি প্রকৌশলীকে নিয়ে ঘর নির্মাণের বিষয়ে সরেজমিনে গিয়ে দেখা হয়েছে বলে ডিসি যোগ করেন।
বাংলাদেশ সময়: ০৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এএটি