ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরাজুড়ে উদযাপিত হচ্ছে বুদ্ধ জন্মজয়ন্তী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মে ৫, ২০২৩
ত্রিপুরাজুড়ে উদযাপিত হচ্ছে বুদ্ধ জন্মজয়ন্তী

আগরতলা (ত্রিপুরা): শুক্রবার (৫ মে) বৈশাখী পূর্ণিমা, এ দিনে বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ জন্মেছিলেন। তাই দিনটিকে বুদ্ধপূর্ণিমাও বলা হয়।

এ বছর গৌতম বুদ্ধের ২৫৬৭ তম জন্মবার্ষিকী। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরায় বসবাসরত বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ উৎসাহের সঙ্গে দিনটি উদযাপন করছেন।

রাজধানী আগরতলার কুঞ্জবনস্থিত বেনুবন বিহারে এ দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়। এ উপলক্ষে সকাল থেকেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় বেনুবন বিহারে। সকালে অনুষ্ঠিত হয় বুদ্ধ পূজা এবং বিশেষ প্রার্থনা। প্রচুরসংখ্যক লোক সমাগম হয়েছিল বেনুবন বিহার বুদ্ধ মন্দিরে।

সন্ধ্যায় মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। পাশাপাশি উপস্থিত থাকবেন মন্ত্রী সান্তনা চাকমা, মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যদেও পোদ্দারসহ অন্যান্যরা।

সন্ধ্যায় হবে বিশেষ প্রার্থনা। প্রতিবছরের মতো এবছরও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মেলা অনুষ্ঠিত হচ্ছে বেনুবন বিহার প্রাঙ্গণে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এসসিএন/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।