ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় বাউল উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
আগরতলায় বাউল উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলায় অবস্থিত বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের উদ্যোগে বাউল উৎসবের আয়োজন করা হয়েছে। রোববার (২৭ নভেম্বর) আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই বাউল উৎসব অনুষ্ঠিত হবে।

আগরতলা: আগরতলায় অবস্থিত বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের উদ্যোগে বাউল উৎসবের আয়োজন করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই বাউল উৎসব অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৫ নভেম্বর) আগরতলায় বাংলাদেশ দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের পক্ষ থেকে বাংলানিউজকে এ তথ্য জানানো হয়।

উৎসবে ফকির লালন শাহ, বাংলার লোক কবি রাধারমণ দত্ত, বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও দেওয়ান হাসান রাজার গান পরিবেশন করবেন ত্রিপুরা ও বাংলাদেশের শিল্পীরা।

এতে বিশেষ অতিথি হিসেবে কুষ্টিয়ার লালন একাডেমির ছয়জন বাউল উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এসসিএন/জিপি/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।