ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলার বিজয় দিবস উদযাপনের আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
আগরতলার বিজয় দিবস উদযাপনের আয়োজন

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপনে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন সারা দিন ব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে।

আগরতলা: আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপনে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন সারা দিন ব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে।

ওই দিন সকালে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

এরপর অনুষ্ঠিত হবে বাণী পাঠ। তার পর আলোচনাচক্র।

এই আলোচনাচক্রে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর।

বিকেলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকার পদাতিক নাট্য সংসদ মুক্তিযুদ্ধ বিষয়ক পুড়ামাটি নাটক মঞ্চস্থ করবে। পাশাপাশি চারজন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন।

অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার মোহম্মদ সেখাওয়াত হোসেন বাংলানিউজকে এসব  তথ্য জানান।

বাংলাদেশ সময়:  ০১১৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬।
এসসিএন/ এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।