ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিজয় দিবসে ভারতীয় সশস্ত্র বাহিনীকে মোদীর অভিবাদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
বিজয় দিবসে ভারতীয় সশস্ত্র বাহিনীকে মোদীর অভিবাদন

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সশস্ত্র বাহিনীকে সম্মান ও অভিবাদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (১৬ ডিসেম্বর) ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো’র পক্ষ থেকে আগরতলা...

আগরতলা: বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সশস্ত্র বাহিনীকে সম্মান ও অভিবাদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো’র পক্ষ থেকে আগরতলা কার্যালয়ে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিবাদন বার্তায় বলা হয়, ১৯৭১ সালের যুদ্ধে যারা সাহসিকতার সঙ্গে সংগ্রাম করেছিলেন, বীরত্ব ও আত্মোৎসর্গের কথা স্মরণ করে তাদের প্রতি আমি (মোদী) সম্মান ও অভিবাদন জানাই।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এসসিএন/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।