আগরতলা: দলের কর্মী খুনের প্রতিবাদে ত্রিপুরার ধলাই জেলায় চলছে ১২ ঘণ্টার হরতাল।
ভারতীয় জনতা দলের (বিজেপি) ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার অন্তর্গত গণ্ডাছড়া মণ্ডলের জনজাতি মোর্চার সভাপতি চান মোহন ত্রিপুরাকে সোমবার (২৬ ডিসেম্বর) নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার (২৮ ডিসেম্বর) ১২ ঘণ্টার হরতাল পালন করছে বিজেপি। স্থানীয় সময় সকাল ৬টা থেকে শুরু হয়েছে হরতাল, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
হরতালের সমর্থনে সকাল থেকে বিজেপি’র কর্মী-সমর্থকরা পিকেটিং করেন। হরতালের জেরে রাস্তায় যানবাহন কম। জেলার বেশিরভাগ এলাকায় হাট বাজারও বন্ধ রয়েছে।
স্কুলসহ বিভিন্ন অফিস খোলা হলেও স্কুলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি তেমন দেখা যায়নি। অফিসেও কর্মীদের উপস্থিতি কম।
তবে হরতালের বিরোধিতা করেছে শাসক সিপিআই (এম) দল। হরতালকে ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। হরতালে বিভিন্ন স্থানে নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এসসিএন/জেডএস