ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় থানায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
ত্রিপুরায় থানায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা ত্রিপুরায় থানায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা/ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা পুলিশ ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর।

এরই অংশ হিসেবে থানাগুলোতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা।  

রাজ্যে মোট ৭৫টি থানা রয়েছে।

এর মধ্যে এখন পর্যন্ত ১২টি থানায় সিসি ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন।

থানাগুলো হলো- পূর্ব আগরতলা, পশ্চিম আগরতলা, বিলোনিয়া, বিশালগড়, খোয়াই, কুমারঘাট, মনু, আরকেপুর (উদয়পুর), আমবালা, ধর্মনগর, কাঁকড়াবন, কৈলাসহর ও কমলপুর থানা। তবে এখনও রাজ্যের ৬৩টি থানায় সিসি ক্যামেরা লাগানো হয়নি।

ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দফতর থেকে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬

এসসিএন/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।