বাংলাদেশ সরকারের এই আহ্বানের প্রেক্ষিতে ভারত সরকার ত্রিপুরা রাজ্য সরকারের কাছে জানতে চায় ত্রিপুরা রাজ্য থেকে আরও ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করা সম্ভব হবে কিনা।
ভারত সরকারের এই প্রশ্নের প্রেক্ষিতে ত্রিপুরা রাজ্য সরকারের বিদ্যুৎ দফতর জানায়, রাজ্যে এখন বিদ্যুৎ উদ্বৃত্ত তাই ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রফতানি করতে অসুবিধা হবে না।
তবে ত্রিপুরা থেকে এই বাড়তি ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি শুরুর দিন এখনো চূড়ান্ত হয়নি বলেও জানা গিয়েছে।
বর্তমানে ত্রিপুরা থেকে দৈনিক ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করা হচ্ছে বাংলাদেশে। নতুন ১শ’ মেগাওয়াট রফতানি শুরু হলে তা দৈনিক বেড়ে দাঁড়াবে ২শ’ মেগাওয়াটে।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এসসিএন/বিএস