সংগঠনগুলোর প্রতিনিধিরা রোববার (১৫ জানুয়ারি) দুপুরে আগরতলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাদের দাবি তুলে ধরেন।
সাধারণ মানুষকে সচেতন করতে সামাজিক সংগঠন অর্পণ, ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ, মানব সেবা পরিষদ, কল ফর নিড ও আগরতলা সাইকেল ক্লাবের প্রতিনিধিরা ৭ দফা দাবি জানান।
অর্পণের সম্পাদক বিশ্বেন্দু ভট্টাচার্য্য দ্রুতই ত্রিপুরা রাজ্যের সব সরকারি অফিস, স্কুল, বাড়ি, সেতু, সড়কসহ অবকাঠামোগুলোকে ভূমিকম্প প্রতিরোধক করে গড়ে তোলার কথা বলেন। রাজ্যের সাধারণ মানুষের আর্থিক অবস্থা নজরে রেখে স্থাপত্য নির্মাণে সরকারি সহায়তার দাবিও জানান তিনি।
সংগঠনগুলোর প্রতিনিধিরা ইতোমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে দেখা করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এসসিএন/আরআর/আইএ