ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় শেষ হলো পুষ্প প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আগরতলায় শেষ হলো পুষ্প প্রদর্শনী

আগরতলা: সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ত্রিপুরা ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বার্ষিক পুষ্প প্রদর্শনী।

সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এ প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করা হয়।

তিন দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত ছিলেন- ত্রিপুরার ফার্স্ট লেডি (বর্তমান রাজ্যপালের স্ত্রী) অনুরাধা রায়, আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা প্রমুখ।

অনুষ্ঠানের শেষপর্বে পুষ্প প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রতি বছর জানুয়ারি মাসে আগরতলার শিশু উদ্যানে পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করে ত্রিপুরা ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন। বিভিন্ন এলাকার পুষ্পপ্রেমীরা শীতকালীন ফুলের ডালি নিয়ে আসেন এই প্রতিযোগিতায়। সাধারণ মানুষও রকমারি ফুল দেখতে প্রতিদিন সন্ধ্যায় ভিড় জমান।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসসিএন/আরআর/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।