মঙ্গলবার (১৭ জানুয়রি) শহরের মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।
রাজ্যপাল তথাগত রায় তার বক্তব্যে বলেন- এই সময় দেশের পুরাতন ১হাজার ও ৫শ’ রুপি’র নোট বাতিল করা খুব জরুরি ছিলো।
রাজ্যপাল ছাড়াও এ অনুষ্ঠানে আলোচনা করেন- ভারত সরকারের সি এস সি ই- গর্ভনেন্স সরকারের’র সি ই ও দীনেশ কুমার ত্যাগী সহ রাষ্ট্রাত্ব ব্যাংকের কর্মকর্তারা।
কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মীদের শেখানো হয় কি করে অন লাইনের মাধ্যমে নগদ বিহীন লেনদেন করতে হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসসিএন/বিএস