বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবসটি উপলক্ষে আগরতলায় এক বর্ণাঢ্য ৠালি বের করা হয়।
মিছিলটি রাজধানীর উমাকান্ত ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।
মিছিল শুরুর আগে উমাকান্ত ময়দানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া, সংসদ সদস্য জীতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য সন্ধ্যা রানী চাকমা, সমাজ সেবী সলীল দেব্বর্মা প্রমুখ।
মিছিলে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বয়সী উপজাতি নারী-পুরুষ তাদের চিরচরিত পোশাকে সামিল হল।
ত্রিপুরা সরকারের উপজাতি গবেষণা ও সংস্কৃতি কেন্দ্র এবং ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকারের যৌথ উদ্যোগে হয় মিছিলটি।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এসসিএন/বিএস