প্রজাতন্ত্র দিবসে আগরতলার আসাম রাইফেলস ময়দানে রাজ্যের মূল অনুষ্ঠানের কুচকাওয়াজে অংশ নেবেন পুলিশ বাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর জওয়ানসহ বেসামরিক বাহিনীর ক্যাডেটরা।
এদিকে, পাড়ায় পাড়ায় চলছে জাতীয় পতাকা তৈরি ও বিকিকিনি।
অন্যদিকে, আগামী ২৩ জানুয়ারি ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী বীর সেনা নেতাজি সুভাষ চন্দ্র বসু’র জন্মদিন। নেতাজির জন্মদিন ও প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে এখন আগরতলার বিভিন্ন এলাকার বইয়ের দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মূলত বিভিন্ন আকারের জাতীয় পতাকা কেনার জন্য ভিড়।
সব মিলিয়ে এখন ত্রিপুরা রাজ্যের প্রজাতন্ত্র দিবস ও নেতাজির জন্ম দিবসকে সামনে রেখে প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এসসিএন/আইএ