শুক্রবার (২০ জানুয়ারি) রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে সংগঠনের সদস্যরা প্রথমে আগরতলায় আসেন। মুক্তধারা অডিটরিয়ামে সম্মেলনের প্রথম পর্যায়ের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বের পর মিছিলে রাজধানীর বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল থেকে শিক্ষার সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানান নেতারা।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিক্ষা দফতরের মন্ত্রী তপন চক্রবর্তী।
বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী তপন চক্রবর্তী ভারতের নতুন শিক্ষানীতির সমালোচনা করে জানান, রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্যে শিক্ষক-কর্মচারীদের জন্য যথাসাধ্য কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এসসিএন/এএ