রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবর্তন সভার বিষয়টি জানানো হয়। খোয়াই জেলার তেলিয়ামুড়া টাউন হলে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- ত্রিপুরা রাজ্যের দায়ীত্ব প্রাপ্ত পর্যবেক্ষক সুনীল দেওধর, প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব, দলের ত্রিপুরা প্রদেশ কমিটির মহিলা নেত্রী কল্যাণী রায়, প্রদেশ মিডিয়া ইনচার্জ ভিক্টর সোম প্রমুখ।
পরিবর্তন সভায় ১০৩টি পরিবারের ৩শ’ ৮০ জন ভোটার অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে বিজেপি দলে যোগ দেন। এসব নতুন কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন সভায় উপস্থিত নেতারা।
পর্যবেক্ষক সুনীল দেও ধর অভিযোগ করে বলেন, এ রাজ্যের কোনো উন্নতি হয়নি। এর জন্য সাধারণ মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিৎ।
পরিবর্তন সভায় প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেবসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এসসিএন/জিপি/এমজেএফ