ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা রাজ্যজুড়ে নেতাজীর জন্মদিন পালন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
ত্রিপুরা রাজ্যজুড়ে নেতাজীর জন্মদিন পালন ত্রিপুরায় নেতাজীর জন্মদিন পালন

আগরতলা: স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম বার্ষিকী পালিত হচ্ছে ভারতজুড়ে। সোমবার (২৩ জানুয়ারি) ত্রিপুরা রাজ্য জুড়েও দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। এদিন ত্রিপুরা রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের মাঠে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিক্ষা দফতরের মন্ত্রী তপন চক্রবর্তী, ত্রিপুরার সাবেক মন্ত্রী তথা বিশিষ্ট শিক্ষাবিদ ড. ব্রজগোপাল রায়সহ স্কুলের শিক্ষকরা।

ভারতের জাতীয় পতাকা উত্তোলন ও রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তপন চক্রবর্তী বলেন, দেশের স্বাধীনতার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন নেতাজী সুভাষ চন্দ্র বসু। স্বাধীনতা আন্দোলনে তিনি এক সময় অনুধাবন করেছিলেন শুধু অন্দোলনের মধ্য দিয়ে দেশে স্বাধীনতা আসবে না। তাই তিনি বিপ্লবের পথ বেছে নেন।

মন্ত্রী আরও বলেন, দেশবাসী রাজনৈতিক স্বাধীনতা পেলেও দেশবাসী এখনো অর্থনৈথিকভাবে স্বাধীন হতে পারেননি। এজন্য পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীরা বর্ণাঢ্য মিছিল বের করে। মিছিলটি রাজধানী আগরতলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নেতাজী স্কুলের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের প্রতিটি এলাকার সরকারি বেসরকারি স্কুলসহ শিক্ষা প্রতিষ্ঠান, অফিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগেও দিনটি পালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।