ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

সিবিআই’কে দিয়ে তদন্তের দাবিতে আগরতলায় বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
সিবিআই’কে দিয়ে তদন্তের দাবিতে আগরতলায় বিক্ষোভ সিবিআই’কে দিয়ে তদন্তের দাবিতে বিক্ষোভ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে পালিয়ে যাওয়া প্রতারক অর্থলগ্নি সংস্থার তদন্ত ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই’কে দিয়ে করানোর দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস  বিক্ষোভ করেছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে আগরতলায় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের কর্মীরা কংগ্রেস ভবনের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে কুঞ্জবন এলাকার ‘সিবিআই’ অফিসের সামনে এসে শেষ হয়।

পরে এক প্রতিনিধি দল সিবিআই অফিসে এসে ওই অর্থলগ্নি সংস্থার তদন্তভার নিতে অফিসের কর্মকর্তাদের হাতে তাদের দাবির সনদ তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসসিএন/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।