বৃহস্পতিবার (২৬ জানুয়রি) ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমায় সরকারি ও বেসরকারি উদ্যোগে দিবসটি পালন করা হচ্ছে।
রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকার আসাম রাইফেলস ময়দানে রাজ্যের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে তিনি প্যারেডের হুডখোলা জিপে করে ময়দান পরিদর্শন করেন। মাঠে সুসজ্জিত অবস্থায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল ত্রিপুরা পুলিশ বাহিনী, টিএসআর, বিএসএফ, সিআরপিএফ, ট্রাফিক পুলিশ, বনরক্ষী বাহিনী, মহিলা পুলিশ বাহিনীর সদস্যসহ বেসামরিক বাহিনী এনসিসি, এনএসএস, স্কাউটস অ্যান্ড গাইড’র সদস্যরা।
রাজ্যপালের ময়দান প্রদক্ষিণ শেষে সুসজ্জিত সামরিক ও বেসামরিক বাহিনীর সদস্যরা তাকে অভিবাদন জানান। এর পর রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
রাজ্যপাল ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীলিপ দাস, মুখ্যসচিব, পুলিশের মহানির্দেশক, বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসসিএন/জিপি/এমজেএফ