ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আগরতলায় উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতা উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতা/ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলায় শুরু হয়েছে রাজ্য উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দফতরের মন্ত্রী অঘোর দেববর্মা, গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী নরেশ জমাতিয়া, এডিসির মুখ্য নির্বাহী সদস্য রাধাচরন দেববর্মা, পশ্চিম জেলার জেলা প্রশাসক মিলিন্দ রামটেক প্রমুখ।

ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে নাচের দল এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসসিএন/আরআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।