ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এই ফার্মেসি চালু করেছে। এই ফার্মেসি থেকে ক্যান্সার আক্রান্ত রোগীরা ওষুধসহ পথ্য বাজার মূল্যের চেয়ে কুড়ি থেকে নব্বই শতাংশ কম দামে কিনতে পারবেন।
যে সকল ওষুধ ত্রিপুরা রাজ্যে পাওয়া যায় না, তা অমৃত ফার্মেসি দ্রুত সংগ্রহ করে দেবে। এমনকি রোগীর প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ফার্মেসি দিবারাত্রি খোলা রাখা হচ্ছে।
২০১৫ সালে রাজধানী দিল্লির অল ইন্ডিয়া ইনষ্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এইমস) প্রথম সেবা চালু করা করেন। বর্তমানে আগরতলার পাশাশাশি দেশের বিভিন্ন রাজ্যের আরও ৩৪টি হাসপাতালে অমৃত ফার্মেসি চালু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এসসিএন/বিএস