ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার খোয়াই জেলায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
ত্রিপুরার খোয়াই জেলায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খোয়াই জেলার পশ্চিম দ্বারিকাপুর পঞ্চায়েতের খাস কল্যাণপুর স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অতিথিরা/ ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলার পশ্চিম দ্বারিকাপুর পঞ্চায়েতের খাস কল্যাণপুর স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন খোয়াই জিলা পরিষদের সভাপতি সাইনী সরকার।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বস্তা দৌড়, বিস্কুট দৌড়, কাবাডিসহ ইত্যাদি খেলায় অংশ নেন এবং ছাত্রীরা ধামাইল নৃত্যসহ উপজাতি নৃত্য পরিবেশন করেন।

বস্তা দৌড়/ ছবি: বাংলানিউজ

এ সময় উপস্থিত ছিলেন- দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমলেশ শীল, স্কুলের প্রধান শিক্ষক বিশ্ব রঞ্জন গীরসহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

শেষে উপস্থিত অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসসিএন/আরআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।