ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় শুরু হচ্ছে দ্বিতীয় সাহিত্য সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আগরতলায় শুরু হচ্ছে দ্বিতীয় সাহিত্য সম্মেলন আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলন

আগরতলা: আগরতলায় দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী রাজ্য সাহিত্য সম্মেলন। এ সম্মেলন আগামী ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে।

এবছর সম্মেলনের মূল ভাবনা ‘সাহিত্য সংস্কৃতি সমন্বয়’।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি শংকর বসু একথা জানান।

রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় এবং সাহিত্য উৎসব আয়োজক কমিটির ব্যবস্থাপনায় এবারের সাহিত্য সম্মেলনে বাংলাদেশ, আসাম, মেঘালয়, মনিপুর ও পশ্চিমবঙ্গের কবি সাহিত্যিকরা উপস্থিত থাকবেন বলেও জানান শংকর বসু।

তিনদিনের এ সম্মেলনে উদ্বোধন করবেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা ও বাংলাদেশের বিশিষ্ট কবি আসাদ মান্নান।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২০১৭
এসসিএন/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।