ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার গামারীয়া স্কুলের শিক্ষামূলক ভ্রমণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
 ত্রিপুরার গামারীয়া স্কুলের শিক্ষামূলক ভ্রমণ শিক্ষামূলক ভ্রমণ

আগরতলা: ভ্রমণ শিক্ষার অন্যতম এক অঙ্গ। এই বিষয়টি মাথায় রেখে ত্রিপুরার গোমতী জেলার মহারাণী এলাকার গামারীয়া স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো শিক্ষামূলক ভ্রমণ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) আগরতলার হেরিটেজ পার্ক, বিধানসভা ভবন, নেহেরু পার্ক, রবীন্দ্র কাননসহ উজ্জ্বন্ত প্রাসাদের উত্তরপূর্ব ভারতের সবচেয়ে বড় মিউজিয়াম ঘুরিয়ে দেখানো হয় ছাত্র-ছাত্রীদের।

শিক্ষামূলক ভ্রমণ শেষে ছাত্র-ছাত্রীরা বাংলানিউজকে জানায়, এই ভ্রমণে তারা সবাই খুশি।

আর এ ভ্রমণের ফলে অনেক কিছু দেখার ও শেখার সুযোগ হয়েছে।

রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের অর্থে এ ভ্রমণ কর্মসূচি বাস্তবায়ন হয় বলে জানায় তারা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসসিএন/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।