ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

জৈব পদ্ধতিতে চাষাবাদে উদ্যোগ নিচ্ছে ত্রিপুরা সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
জৈব পদ্ধতিতে চাষাবাদে উদ্যোগ নিচ্ছে ত্রিপুরা সরকার জৈব পদ্ধতিতে শসা চাষ

আগরতলা: জৈব পদ্ধতিতে উৎপাদিত ফসলের চাহিদা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি রাজ্য সরকার জৈব পদ্ধতিতে চাষাবাদে চাষিদের উৎসাহিত করছে। 

কৃষি দফতর সূত্রে জানা যায়, এ পদ্ধতিতে উৎপাদিত ফসল বিক্রির জন্য বিপণন কাউন্টার খোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।  

একইসঙ্গে মসলার আমদানি নির্ভরতা কমাতে রাজ্য সরকার চাষিসহ সাধারণ মানুষদের মসলা চাষে উৎসাহিত করছে।

জানা যায়, সরকার রাজ্যে ডাল, পেঁয়াজ, তৈলবীজসহ মসলা জাতীয় শস্য চাষে গুরুত্ব দিচ্ছে। ২০১৪-১৫ অর্থবছরে রাজ্যে ৮ হাজার ৪শ’ ২৬ মেট্রিক টন ডাল উৎপাদিত হয়েছিলো। ২০১৫-১৬ অর্থবছরে তা চাষ হয়েছে ১৫ হাজার ৪শ’ ৬৩ মেট্রিক টন।  

২০১৪-১৫ অর্থবছরে রাজ্যে ১ হাজার ৪শ’ ৪৬ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়, ২০১৫-১৬ অর্থবছরে তা হয়েছে ১ হাজার ৩শ’ ৭৮ মেট্রিক টন।  

পাশাপাশি রাজ্য সরকার জৈব চাষে চাষিদের উৎসাহিত করছে। রাজ্যে কিছু কিছু জায়গায় সুগন্ধি চাল, অড়হর, আদা, হলুদ, সরিষা, ভুট্টা আনারসসহ কিছু কিছু সবজি চাষ হচ্ছে জৈব চাষ পদ্ধতিতে।
কিষাণ ক্রেডিট কার্ড’র সাহায্যে সার, বীজসহ বালাইনাশক কেনার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। সেইসঙ্গে রাজ্যের ১৩ হাজার ৬শ’ ৯৫ জন চাষি কৃষি বিমা যোজনার আওতায় এসেছেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।